



Click to open expanded view
About the Book:-
আলোচ্য গ্রন্থে
গোচর সম্পর্কিত
যাবতীয় গবেষণাকে
সংহত রূপ
দেওয়া হয়েছে।
এবং এর
পাশাপাশি প্রবাহমান
জীবনের নানা
ঘটনা সংগ্রহ
করে গোচরের
প্রেক্ষিতে তার
যথাযথ ব্যাখ্যা
পাঠকের সামনে
তুলে ধরা
হয়েছে। বর্তমান
গ্রন্থের সামগ্রিক
আলোচনা ত্রিধারূপে
বিন্যস্ত। প্রথম
পর্যায়ে গোচর
সংশ্লিষ্ট সাধারণ
সূত্র পরিবেশিত।
এতে সাধারণ
পাঠক মূল
বিষয়ে অনুপ্রবিষ্ট
হওয়ার আগে
একটা প্রাথমিক
ধারণা করে
নিতে পারবেন।
দ্বিতীয় পর্যায়ে
গোচর সম্পর্কিত
বিশদ আলোচনা
লিপিবদ্ধ। এখানে
গোচরের যাবতীয়
সূত্রাবলী এবং
গ্রহের গোচর
জনিত ফলাফল
আলোচনার পাশাপাশি
এমন অনেক
বিষয়ে আলোকপাত
করা হয়েছে
যা হয়ত
এর আগে
বাংলা ভাষায়
প্রকাশ পায়নি।
যেমন বক্রী
গ্রহের গোচর
ফল, নবাংশ
থেকে গোচর
বিচার, গ্রহণকালীন
গোচরের প্রভাব,
রোগ-ব্যাধির
ক্ষেত্রে গোচরের
ভূমিকা, নবতারা
চক্র এবং
যন্নাড়ীচক্র থেকে গোচর বিচার ইত্যাদি। এসব ক্ষেত্রে সংস্কৃত ভাষায় লেখা জটিল সূত্রাবলীকে
সহজ বোধ্য করে পরিবেশন করা হয়েছে। অহেতুক সংস্কৃত শ্লোকের উল্লেখ করে গ্রন্থের কলেবর
বৃদ্ধি করা হয়নি। সেইসঙ্গে দশা ও গোচরের ঘনিষ্ঠ সম্পর্ক আলোচনায় স্থান পেয়েছে।
এভাবে দ্বিতীয় পর্যায়ে জন্মরাশি থেকে গোচর ফল বিচার ব্যতিরেকে
গ্রহদের পারস্পরিক অবস্থান, জন্মকালীন ক্ষেত্রে সমকালীন গ্রহদের সঞ্চার, নক্ষত্রের
উপর গ্রহদের গোচর, বিশেষ বিশেষ ক্ষেত্রে গোচর ফল, অষ্টবর্গ থেকে গোচর নির্ণয় ইত্যাদি
নানা প্রসঙ্গ আলোচিত হয়েছে। তৃতীয় পর্যায়ে গোচরের সূত্রাবলীকে উদাহরণ সহ ব্যাখ্যা
করা হয়েছে। মানবজীবনের নানা শুভাশুভ ঘটনা এই অংশে স্থান পেয়েছে। যেমন কর্মলাভ, বিবাহযোগ,
সন্তানলাভ, কর্মোন্নতি, কর্মহানি, বিদেশভ্রমণ, আত্মীয় বিয়োগ, নির্বাচনে জয়লাভ রোগ
ভোগ ইত্যাদি। পরিশেষে মানুষের অন্তিমকালে গোচরের প্রভাব সংক্ষিপ্ত আকারে পাঠকের গোচরে
আনা হয়েছে। মূল রাশিচক্র ও গোচরচক্র অনুযায়ী এই সকল ঘটনা বিন্যস্ত। বলা বাহুল্য গ্রন্থের
কলেবর বৃদ্ধির ভয়ে নবাংশ, দশামাংশ ইত্যাদি বর্গচক্রের প্রস্তুতি সম্ভব হোল না। এছাড়া
বিচার বিশ্লেষণ ও সংক্ষিপ্ত করতে হয়েছে। তবে যারা গোচর সম্পর্কে আরও গবেষণা করতে চান
এই গ্রন্থের উপাদান তাদের কাজে লাগতে পারে। সহৃদয় পাঠক এই গ্রন্থ অবলম্বনে যে কোন
উল্লেখযোগ্য ঘটনার সময় নিরূপণ করতে পারবেন। জ্যোতিষ শিক্ষার্থীদের কাছে এই গ্রন্থ
সমাদৃত হলে লেখকের শ্রম সার্থকতা পাবে।