
Click to open expanded view
About the Book:- Brihat Parashari Hora (Vol.-I)| Bengali | Harihar Mazumder |
ভগবৎকপ৷ থাকলে পঙ্গুও গিরি লঙ্ঘন করতে পারে। সেই শ্বাশত বাণী স্মরণ করে মহর্ষি পরাশর-ক্বত ‘পারাশরীয় হোরা’র অনুবাদ ও টীক। লেখার এই প্রয়াস। প্রায় ১০০ বৎসর আগে রসিকমোহন চট্টোপাধ্যায় মহাশয় এই গ্রন্থের অনুবাদ ও টীকা লিখেছিলেন বলে শুনেছি। গ্রন্থখানি দেখার সৌভাগ্য হয়নি। তাঁর গ্রন্থের টীকা নাকি সংস্কৃত বয়ানে লেথা, অবশ্য কিছু বাংল৷ বয়ানও ছিল। তারপর বাংলা ১৩৬২ সনের ফাল্গুন মাসে শ্রদ্ধেয় ৺বিমলাকান্ত লাহিড়ী পুনরায় অনুবাদ ও টীকা সম্বলিত ‘বৃহৎ পারাশরী হোর৷' প্রকাশ করে বাংলার জ্যোতিষীদের মহা উপকার করেছেন। কিন্তু দুঃখের বিষয় আজ আর ঐ গ্রন্থ বাজারে পাওয়া যায় না।
সে কথা মনে রেখে আমি অক্ষম হলেও ঐ গ্রন্থ অনুবাদ করে পাঠকদের ‘পারাশরী হোরা’র অভাব মিটাবার চেষ্টা করেছি। মূল গ্রন্থ ‘পারাশরী হোরাশাস্ব’ বোম্বাই সংস্করণকে সামনে রেখে ৺বিমলাবাবু তাঁর গ্রন্থে শ্লোক সংযোজন করেছেন। আমিও তাঁকে অনুসরণ করে আমার লেখা গ্রন্থ প্রকাশ করলাম। মাঝে মাঝে অন্য সংস্করণের ( যেমন কাশী সংস্করণ, দিল্লী থেকে প্রকাশিত সান্তানম্ সংস্করণ ) সঙ্গে বোম্বাই সংস্করণের শ্লোকের যে-পার্থক্য দেখা যায় তা-ও দেবার চেষ্টা করেছি। অনুবাদ করতে গিয়ে দু’এক জায়গায় ৺বিমলাবাবুর অনুবাদ গ্রহণ করেছি কিন্তু টীকার দোষ-ত্রুটি সবই আমার। গ্রন্থখানি দুই খণ্ডে প্রকাশ করার ইচ্ছা। এটি প্রথম খণ্ড। যদি আয়ু থাকে এবং স্বাস্থ্যও প্রতিকূল না হয় তবে যথাসময়ে দ্বিতীয় খণ্ড প্রকাশ করা হবে। এতে কোন সন্দেহ নেই।
- Stock: In Stock
- Author: Shri Harihar Majumdar
- SKU: DCI-00291
- ISBN: 81-79620425