







Click to open expanded view
শ্রী শ্রীমৎ
গৌর গোবিন্দ
স্বামী মহারাজের
শ্রীমুখবিগলিত মহা
অমৃতময়ী ভাগবত
বাণীর সেবা
হতে বঞ্ছিত
হয়েছি। ফলতঃ
হৃদয়ে সর্বদা
হা-হুতাশ
জনিত বিরহবেদনা-রূপ
অগ্নিতাপে সন্তপ্ত
হয়ে মহৎ
ভাগবত বাণী
শ্রবণের নিদারুণ
অভাববোধে অস্থির
হয়ে পড়েছি।
এ অবস্থায়
তাঁর শ্রীমুখবিগলিত
মহা অমৃতময়ী
বাণী অনুশীলন
একান্ত প্রয়োজন
বলে মনে
করে তাঁর
গভীর অনুভূতিপূর্ণ
বাণী সংগ্রহ
করে ‘গঙ্গাজলে
গঙ্গা পূজার’
ন্যায় গুরু
পূজার অর্ঘ্য
সাজাবার ক্ষুদ্র
প্রচেষ্টা করেছি
মাত্র। তাঁর
শ্রীমুখবিগলিত বাণী
শাশ্বত বেদবাণী
চিরন্তনী ভাগবতী
বাণী। এই
বাণী উড়িয়া
‘ভগবৎ দর্শন’-নামক
সংখ্যাগুলিতে সম্পাদকীয়
কলমে প্রবন্ধাবলী
আকারে প্রকাশিত
ছিল। তার
মধ্যে নির্বাচিত
প্রবন্ধগুলির অবলম্বনে
এই ‘ গৌর-কৃষ্ণ-জগন্নাথ
' গ্রন্থখানি শ্রীকৃষ্ণের
রাস পূর্ণিমা
তিথিতে প্রকাশ
করার চেষ্টা
করা হলো।
এই গ্রন্থখানি
পড়ে আমরা
আমাদের অনুচেতন
জীবাত্মা ভজন
পথের নব
নব ভাবে
উদ্দীপন লাভ-পূৰ্ব্বক
শুদ্ধ ভক্তিতে
পরিপ্লাবিত হয়ে
শ্রীশ্রীরাধাগোবিন্দের চরণ
সরোজে উপনীত
হতে পারবো
বলে এই
ভরসা রাখি।
এটাই আমাদের
সুদৃঢ়তম বিশ্বাস।
অবশেষে পাঠক
শ্রীভক্তবৃন্দের শ্রীচরণে
বিনীত নিবেদন
এই যে,
তাঁরা যেন
এই গ্রন্থের
ভাষান্তর-জনিত
ত্রুটি বিচ্যুতি
ক্ষমাসুন্দর চোখে
দর্শন করে
যদি সারনির্যাস
আস্বাদন করেন,
তা হলে
পরিশ্রম সার্থক
হয়েছে বলে
আমরা ধন্যাতিধন্য
হবো।
- Stock: Out Of Stock
- Author: Shri Shrimat Gourgobinda Swami Maharaj
- SKU: DCI-00184